
চট্টগ্রামের হালিশহরে রেলওয়ের কবরস্থান, মসজিদ ও মাজার উচ্ছেদের আশঙ্কায় বিক্ষোভ সমাবেশ করেছেন রেলকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
দাবি পূরণ না হলে বৃহস্পতিবার রেলওয়ে পূর্বাঞ্চল সদর দপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে রেল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সকালে বন্দর হালিশহর রেলওয়ে ট্রেনিং একাডেমির সামনে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, রেলওয়ের প্রায় ২১ একর জমি একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) নির্মাণের জন্য লিজ দেওয়া হয়েছে।
তারা দাবি করেন, এই জমির মধ্যেই ৩২ বছরের পুরনো সিজিপিওয়াই কবরস্থান, একটি মসজিদ, শতবর্ষী হযরত কুতুব বিল্লাহ শাহ (রহ.)-এর মাজার ও কয়েকটি জলাশয় রয়েছে।
আন্দোলনকারীরা বৃহস্পতিবারের মধ্যে কবরস্থান, মসজিদ ও মাজার সংরক্ষণের বিষয়ে লিখিত আদেশ দাবি করেন। অন্যথায়, রেল অফিস ঘেরাও এবং প্রয়োজনে দেশব্যাপী কর্মবিরতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দাবির মুখে তারা তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তাকে (চট্টগ্রাম)। সদস্যরা হলেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা (চট্টগ্রাম) এবং বিভাগীয় প্রকৌশলী-৩ (চট্টগ্রাম)।
কমিটিকে দ্রুত সরেজমিন পরিদর্শন করে মসজিদ ও কবরস্থানের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।