সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সাংবাদিকদের ওপর হামলা: এবার সিইউজের বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৭ অক্টোবর ২০২৫ | ৮:২৯ অপরাহ্ন


চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

মঙ্গলবার নগরীর চেরাগী পাহাড় মোড়ে আয়োজিত এ কর্মসূচি থেকে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, “গণমাধ্যম তথা সাংবাদিকদের ন্যায্য দাবি ও নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। সেই রাষ্ট্রের চাকুরে হিসেবে পুলিশ প্রশাসনের ভূমিকা এক্ষেত্রে সবার আগে।”

সিইউজের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, “আমার দুই সাংবাদিক সহকর্মীর ওপর কারা হামলা করেছে তা আমরা জানি, প্রশাসনেরও অজানা নয়। এসব সন্ত্রাসী রূপ পাল্টিয়ে আরেক রাজনৈতিক দলের নেতার আশ্রয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় সাংবাদিকরা সংশ্লিষ্ট প্রশাসনের উঠানে গিয়ে দাঁড়াবে।”

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম বলেন, “সাংবাদিকদের ওপর হামলা মানেই রাষ্ট্র ও গণতন্ত্রের ওপর হামলা।”

সবুর শুভর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ ও নাজিমুদ্দিন শ্যামল, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ শাহরিয়ার, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক যীশু রায় চৌধুরী, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুনা আনসারি এবং টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব।

সমাবেশে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি খোরশেদুল আলম, সিইউজের সাবেক সভাপতি তপন চক্রবর্তী, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সিনিয়র সহ-সভাপতি স ম ইব্রাহিম ও রতন কান্তি দেবাশীষ, ডেইলি স্টারের ব্যুরো চিফ শিমুল নজরুল, ইন্ডিপেন্ডেন্ট টিভির আলমগীর সবুজ, আমাদের সময়ের হামিদ উল্লাহ, সিইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সারওয়ার, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, টিভি ইউনিট প্রধান তৌহিদুল আলম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, প্রচার সম্পাদক খোরশেদ আলম শামীম, নাগরিক টিভির এ কে আজাদ, সিইউজের প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম এবং প্রেসক্লাবের নির্বাহী সদস্য আইয়ুব আলী।

উল্লেখ্য, গত রোববার জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ ও ক্যামেরাপারসন পারভেজ রহমান।