সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

বিএনপি কর্মী হাকিম হত্যা: ৪ সন্দেহভাজন আটক, উদ্ধার সাড়ে ৮ লাখ টাকা

নিহতকে ‘দলের কেউ নয়’ বলছে কেন্দ্র, বিক্ষোভে স্থানীয় বিএনপি
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৮ অক্টোবর ২০২৫ | ৬:২৭ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেট কারে ব্রাশফায়ারে নিহত আব্দুল হাকিমের (৪৫) ঘটনায় চার সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তার গাড়ি থেকে প্রায় সাড়ে আট লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

এদিকে, নিহত হাকিম নিজেদের কর্মী কি না, তা নিয়ে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের মদুনাঘাট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা আব্দুল হাকিমের গাড়িতে ২২টি গুলি করে তাকে হত্যা করে। এ ঘটনায় তার চালক মুহাম্মদ ইসমাইলও (৩৮) গুলিবিদ্ধ হন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে রাউজানের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার দুপুরে চারজনকে আটক করা হয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ গুলির চিহ্নসহ আব্দুল হাকিমের প্রাইভেট কারটি উদ্ধার করেছে। মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, হত্যাকাণ্ডটি রাজনৈতিক নাকি ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিহতের পরিচয় নিয়ে বিএনপিতে বিতর্ক

হত্যাকাণ্ডের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে দাবি করেছেন, আব্দুল হাকিম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নন এবং ঘটনাটি ‘দুষ্কৃতকারীদের অভ্যন্তরীণ সংঘাতের’ ফল।

তবে তার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন স্থানীয় নেতারা। হাকিমকে নিজের সমর্থক বলে স্বীকার করেছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। হাকিমের ভাই মুহাম্মদ পারভেজও জানিয়েছেন, তার ভাই গিয়াস উদ্দিন কাদেরের সঙ্গেই রাজনীতি করতেন।

রিজভীর বিবৃতির বিপরীতে, হাকিম হত্যার প্রতিবাদে বুধবার রাউজানের নোয়াপাড়া পথেরহাট ও মুন্সির ঘাটায় প্রতিবাদ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী স্টিল শো-রুমের মালিক দিদারুল আলম ও রেস্টুরেন্ট কর্মচারী আল আমিন জানান, হেলমেট পরা তিনজন অস্ত্রধারী যুবক হাকিমের গাড়িকে লক্ষ্য করে কয়েক মিনিট ধরে ১৫ থেকে ২০টি গুলি ছুড়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।