সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

বাঁশখালীতে মুক্তিযোদ্ধার বাগানের গাছ লুট, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ অক্টোবর ২০২৫ | ৫:৩৯ অপরাহ্ন


চট্টগ্রামের বাঁশখালীতে এক বীর মুক্তিযোদ্ধার মালিকানাধীন বাগানের শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।

শুধু তাই নয়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও তাদের সামনেই দুর্বৃত্তরা গাছগুলো লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম পূর্ব বৈলগাঁও এলাকায় বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের বাগানে এ ঘটনা ঘটে।

বাগান মালিকের ভাতিজা বোরহান উদ্দিন জানান, মিজান ও কামালের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাগানে ঢুকে গাছ কাটা শুরু করে।

বোরহান উদ্দিন বলেন, “আমরা পুলিশকে খবর দিলেও কোনো সহায়তা পাইনি। বরং পুলিশের উপস্থিতিতেই তারা ট্রাকে করে গাছগুলো তুলে নিয়ে যায়।”

স্থানীয়রা অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পর থেকেই মিজান ও কামালের নেতৃত্বে চক্রটি মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের বাগানটি দখলের চেষ্টা করছিল এবং নানাভাবে হুমকি দিয়ে আসছিল।

এ বিষয়ে রামদাস মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাগচি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল।

তিনি বলেন, “পুলিশের তুলনায় লোকজন বেশি হওয়ায় গাছগুলো আটকানো যায়নি। তবে বর্তমানে সেখানে গাছ কাটা বন্ধ রয়েছে।”

ভুক্তভোগী আবদুল মান্নানের পরিবার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।