সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ফটিকছড়িতে ১১০০ কৃষককে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ অক্টোবর ২০২৫ | ৯:১৬ অপরাহ্ন


সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় চট্টগ্রামের ফটিকছড়িতে এক হাজার ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “সরকারের প্রণোদনা কর্মসূচির বীজ ও সার ব্যবহার করে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের ভূমিকা রাখতে হবে। কৃষকরাই আমাদের অর্থনীতির প্রাণ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা শহীদ ভুঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অদৈত রায়।

উপস্থিত কর্মকর্তারা জানান, ২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে এই প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের বসতবাড়ির আঙিনায় চাষের জন্য শাকসবজির বীজ এবং মাঠের জন্য প্রয়োজনীয় অন্যান্য বীজ ও সার দেওয়া হচ্ছে।