সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

৫ দফা দাবিতে চট্টগ্রামে জামায়াতের গণমিছিল

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১০ অক্টোবর ২০২৫ | ১০:৫১ অপরাহ্ন


‘জুলাই সনদের’ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রামে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে কাজীর দেউড়ি মোড় হয়ে জামাল খান এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, “এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে একটি নতুন, ন্যায়ের বাংলাদেশ গঠন, যার সূচনা হবে ‘জুলাই সনদ’-এর বাস্তবায়নের মধ্য দিয়ে। আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।”

নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও শহীদ আবু সাঈদসহ দুই সহস্রাধিক শহীদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ফেব্রুয়ারির নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে হবে। জুলাই সনদ ও পিআর সিস্টেম বাস্তবায়ন এবং ফ্যাসিস্টদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।”

মহানগরীর সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোহাম্মদ মোরশেদুল ইসলামের যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. মুহাম্মদ মোবারক হোসেন, নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, ডা. আবু নাছের এবং শফিউল আলম।

গণমিছিলে অন্যদের মধ্যে নগর জামায়াত নেতা আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী এবং ফখরে জাহান সিরাজী সবুজও অংশ নেন।