সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ওমানে দুর্ঘটনা: সন্দ্বীপের সেই ৭ পরিবারের পাশে দাঁড়াল জামায়াত

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১১ অক্টোবর ২০২৫ | ৩:১৭ অপরাহ্ন


ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাতটি প্রবাসী পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার নিহতদের পরিবারের কাছে গিয়ে দলের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা পৌঁছে দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আলাউদ্দিন সিকদার।

এ সময় আলাউদ্দিন সিকদার বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। এই দুর্ঘটনায় আমরা সন্দ্বীপের পরিশ্রমী সন্তানদের হারিয়েছি।” তিনি জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা এবং পরিবারগুলো যেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ অন্যান্য সরকারি সহায়তা পায়, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডা. ফাওজুল কবিরের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিহত প্রবাসী আলাউদ্দিনের পরিবারের সদস্যরা জানান, আলাউদ্দিন তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তারা বলেন, “জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আমাদের কাছে এসে আর্থিক সহায়তা দিয়েছে। আমরা চাই, দ্রুত আলাউদ্দিনের মরদেহ দেশে ফেরত আসুক।”

সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা এ এম এম রফিকুল মাওলা, বায়তুলমাল সম্পাদক মাওলানা সবুর খাঁন, যুব বিভাগের সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান, পেশাজীবী সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ কাউকাব, মাইটভাঙ্গা ইউনিয়ন আমীর মাওলানা মোশাররফ হোসাইন, সহকারী অফিস সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, মগধরা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ছায়েদুল ইসলাম, সারিকাইত ইউনিয়ন সভাপতি মাওলানা ফোরকান উদ্দিন, হারামিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, পৌরসভা সেক্রেটারি আব্দুল আলীম মাসুদ, সারিকাইত ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ মাকছুদ আলী এবং মগধরা ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দীন।

উল্লেখ্য, গত বুধবার ওমানের দুকুম এলাকায় একটি কন্টেইনার ট্রাকের সঙ্গে প্রবাসীদের বহনকারী গাড়ির সংঘর্ষে আটজন নিহত হন, যাদের মধ্যে সাতজনই ছিলেন সন্দ্বীপের বাসিন্দা।