সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রধান উপদেষ্টার গ্রামের বাড়ির গেটে ‘জয় বাংলা’ লিখে চিকা, পুলিশ বলছে ‘দোষী চিহ্নিত’

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ অক্টোবর ২০২৫ | ৯:৫৯ অপরাহ্ন


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের হাটহাজারীর গ্রামের বাড়ির প্রধান ফটকে ‘জয় বাংলা’ ও ‘হটাও ইউনুস’ লিখে চিকা মেরেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে ‘তুরে দেখে নিব’ লিখে হুমকিও দেওয়া হয়েছে।

শুক্রবার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে খবর পেয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ এবং ওসি মনজুর কাদের ভূঁইয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গেট থেকে লেখাগুলো মুছে ফেলা হয়। শনিবার সকালের দিকে বিষয়টি ওই এলাকায় ছড়িয়ে পড়ে।

প্রধান উপদেষ্টার গ্রামের বাড়িটি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে অবস্থিত।

নাম প্রকাশ না করার শর্তে একজন স্থানীয় বাসিন্দা বলেন, “৫ আগস্টের পর বিগত আওয়ামী লীগ ও যুবলীগের যেসব নেতাকর্মীর নামে মামলা রয়েছে, পুলিশ তাদের আটক করতে না পারার কারণেই আজ এ অবস্থার সৃষ্টি হয়েছে।”

ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, “যারা এ কাজ করেছে, আমরা তাদের চিহ্নিত করেছি এবং তাদের আটকে অভিযান অব্যাহত আছে।”