সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

লোহাগাড়ায় চুলার আগুনে পুড়ল ৩ বসতঘর

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ অক্টোবর ২০২৫ | ১০:২২ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর পুড়ে গেছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঘরগুলোর আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আজাদুল ইসলাম জানান, খাইর আহমদ নামে এক ব্যক্তির বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, আগুনে খাইর আহমদের পাশাপাশি আবছার ও শফির বাড়িও পুরোপুরি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, আগুনে তাদের সবকিছু শেষ হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। কর্মকর্তা আজাদুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।