সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ার প্রবীণ রাজনীতিবিদ আব্দুস ছত্তারের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১২ অক্টোবর ২০২৫ | ১১:৪৬ পূর্বাহ্ন


আজ রাঙ্গুনিয়ার প্রবীণ রাজনীতিবিদ, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুস ছত্তারের ১২ তম মৃত্যুবার্ষিকী।

২০১২ সালের ১২ অক্টোবরের এইদিনে চট্টগ্রাম শহরের একটি বেসকারি হাসপাতালে অসুস্থতাজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ ও পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত আব্দুস ছত্তার দীর্ঘ রাজনৈতিক জীবনে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন সর্বদা। এই অঞ্চলকে শিক্ষার আলোয় উদ্ভাসিত করতে তিনি ছিলেন এক নিবেদিত প্রাণ সংগঠক ও পথিকৃৎ।

শিক্ষার উন্নয়নের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও তিনি ছিলেন সক্রিয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি স্থানীয়ভাবে সংগঠকের ভূমিকা রাখেন এবং মুক্তিকামী জনতাকে ঐক্যবদ্ধ করতে নিরলস প্রচেষ্টা চালান। এছাড়া অসংখ্য সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি নিজেকে নিবেদিত রেখেছিলেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে পরিবারের উদ্যোগে খতমে কোরআন, জেয়ারত, এতিমদের মাঝে খাদ্য বিতরণ ও কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণের কর্মসূচি নেওয়া হয়েছে।

প্রয়াত আব্দুস ছত্তারের পরিবারের সদস্য, সহকর্মী, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীরা দেশবাসীর কাছে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।