সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

থানার ভেতরেই সাংবাদিককে পেটালেন পুলিশের ডিসি

‘তুই ফ্যাসিস্ট’ বলে মারধর, প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের তাৎক্ষণিক বিক্ষোভ
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১২ অক্টোবর ২০২৫ | ৭:২৯ অপরাহ্ন


সংবাদ সংগ্রহ করতে গিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক উপকমিশনারের (ডিসি) হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন যমুনা টেলিভিশনের একজন সাংবাদিক।

রোববার সকালে নগরীর খুলশী থানায় এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট জোবায়েদ ইবনে শাহাদাত। এ ঘটনায় তার ক্যামেরাপারসন আসাদুজ্জামান লিমনও লাঞ্ছিত হন।

হামলার শিকার জোবায়েদ ইবনে শাহাদাত জানান, তাকে থানার একটি কক্ষে আটকে রেখে সিএমপির উত্তর বিভাগের ডিসি আমিরুল ইসলাম কিল-ঘুষি ও লাথি মারেন।

এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে খুলশী থানার সামনে বিক্ষোভ সমাবেশ করে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

হামলার শিকার সাংবাদিক যা বললেন

আহত জোবায়েদ ইবনে শাহাদাত জানান, জিইসি এলাকায় একটি কনসার্ট ঘিরে সংঘর্ষের ঘটনায় আটক ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে তিনি খুলশী থানায় যান। সেখানে আটককৃতদের পরিবারের সঙ্গে কথা বলার সময় পুলিশ কর্মকর্তারা তাকে বাধা দেন।

তিনি বলেন, “আমি চলে যাচ্ছিলাম, এমন সময় আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে পুলিশ সদস্যরা। তারা বলে, ‘তুই ফ্যাসিস্ট। আমরা তোকে মারছি না, শয়তানকে মারছি’।” জোবায়েদ জানান, হামলার নেতৃত্বে ছিলেন ডিসি আমিরুল ইসলাম। হামলায় তার চোখ, মুখ ও কানে গুরুতর আঘাত লেগেছে।

সাংবাদিকদের প্রতিবাদ ও আল্টিমেটাম

এ ঘটনার পরপরই চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), চট্টগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতারা খুলশী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

সমাবেশ থেকে সাংবাদিক নেতারা অবিলম্বে ডিসি আমিরুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এক বিবৃতিতে এ হামলাকে ‘বর্বর’ ও ‘গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত’ হিসেবে অভিহিত করেছেন। তারা অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ শাহরিয়ার এবং চট্টগ্রাম টিভি রিপোর্টার্স নেটওয়ার্কের আহ্বায়ক হোসাইন জিয়াদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক লতিফা আনসারি রুনা, সিইউজের টিভি ইউনিটের প্রধান তৌহিদুল আলম, চট্টগ্রাম টিভি রিপোর্টার্স নেটওয়ার্কের সদস্য সচিব একে আজাদ, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক আশরাফুল আলম মামুন, যমুনা টিভির ব্যুরো প্রধান জামশেদ রেহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, স্টার টিভির ব্যুরো প্রধান এমদাদুল হক এবং জাগো নিউজের ব্যুরো প্রধান ইকবাল হোসেন।