বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

‘ভ্যাকসিন’ ও ‘ল্যাব’ এক পথে, সেবা মিলবে দুর্গম পাহাড়েও

খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ নভেম্বর ২০২৫ | ৫:৪৩ অপরাহ্ন


খাগড়াছড়ি পার্বত্য জেলায় স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি ও তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘আরণ্যক ভ্যাকসিন হোম’ এবং ‘পার্কহিল ক্লিনিকাল ল্যাবরেটরি’ নামে দুটি প্রতিষ্ঠান একজোট হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি স্বাস্থ্য বিষয়ক চুক্তি স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, খাগড়াছড়ি সদরের পৌরসভা গেট এলাকায় অবস্থিত আরণ্যক ভ্যাকসিন হোম নিজ উদ্যোগে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও দুর্গম এলাকায় স্বাস্থ্য কর্মসূচির আয়োজন করবে। অন্যদিকে, কলেজ রোডের পার্কহিল ক্লিনিকাল ল্যাবরেটরি সেইসব কর্মসূচিতে নিজস্ব লোকবল ও সরঞ্জামের মাধ্যমে হেপাটাইটিস-বি, ব্লাড গ্রুপিং, ভায়া টেস্ট ও টাইফয়েড পরীক্ষাসহ অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবে।

দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, আরণ্যক ভ্যাকসিন হোমের অঙ্গ প্রতিষ্ঠান ‘আরণ্যক ব্লাড ব্যাংক’ বিনামূল্যে ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করলে পার্কহিল ল্যাবরেটরি তাতেও নিজস্ব লোকবল ও সরঞ্জাম সরবরাহ করে সহায়তা করবে। এছাড়া আরণ্যক ব্লাড ব্যাংকের মাধ্যমে পাঠানো রোগীদের সর্বোচ্চ সেবা প্রদান করা হবে বলেও জানানো হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরণ্যক ভ্যাকসিন হোমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ ইলিয়াছ-উজ-জামান। এ সময় আরও বক্তব্য রাখেন পার্কহিল ক্লিনিকাল ল্যাবরেটরীর ব্যবস্থাপনা পরিচালক ডা. পলাশ মিত্র, আরণ্যক ভ্যাকসিন হোমের ব্যবস্থাপনা পরিচালক যুধিষ্ঠির কুমার দাশ ও সাংবাদিক জহুরুল আলম।