শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

খড়ের আড়ালে মদের চালান, সাতকানিয়ায় ট্রাক আটকে আগুন দিল জনতা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ ডিসেম্বর ২০২৫ | ২:৩৫ অপরাহ্ন


বান্দরবান থেকে খড়ের আড়ালে লুকিয়ে চট্টগ্রামে পাচারের সময় বিপুল পরিমাণ চোলাই মদসহ একটি মিনি ট্রাক আটক করে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। তবে এ সময় ট্রাক ফেলে পালিয়ে গেছে পাচারকারীরা।

রোববার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, ট্রাকটিতে প্রায় চার থেকে পাঁচ হাজার লিটার চোলাই মদ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বান্দরবান থেকে আসা চট্টগ্রাম নগরমুখী একটি মিনি ট্রাকে খড় বিছিয়ে তার নিচে কৌশলে মদের বস্তাগুলো সাজানো ছিল। প্রতিটি বস্তায় এক লিটারের অসংখ্য ছোট পলিথিনভর্তি মদ ছিল। কেরানিহাট এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। তারা ট্রাকটি থামিয়ে তল্লাশি করলে খড়ের নিচে লুকানো মদের বস্তাগুলো বেরিয়ে আসে।

এরপর উত্তেজিত জনতা ট্রাক থেকে মদের বস্তাগুলো মহাসড়কের পাশে নামিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে মদের স্তূপ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রাস্তার ওপর মদের পলিথিনগুলোতে আগুন জ্বলছে এবং উৎসুক জনতা তা দেখছে। ভিড়ের সুযোগ নিয়ে ট্রাকে থাকা চালক ও তার সহকারী পালিয়ে যায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে পুলিশের উপস্থিতি টের পাওয়ার আগেই ট্রাকে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”