
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গ্রাম পুলিশ বা চৌকিদারদের সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে থানা প্রাঙ্গণে আয়োজিত সাপ্তাহিক চৌকিদারি প্যারেডে তিনি এই নির্দেশনা দেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত চৌকিদারদের উদ্দেশে ওসি মোহাম্মদ আরমান হোসেন বলেন, নির্বাচন উপলক্ষে সবাইকে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। নিজ নিজ এলাকায় চুরি, ছিনতাইসহ আইনশৃঙ্খলার অবনতি ঘটার মতো কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া মাত্রই সরাসরি অফিসার ইনচার্জকে অবহিত করতে হবে।
প্যারেড অনুষ্ঠানে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফাসহ গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় গ্রাম পুলিশ সদস্যদের হাজিরা গ্রহণ ও তাদের পোশাক-পরিচ্ছদ পরিদর্শন করা হয়।