বাসস : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণের পথ খোলা আছে, তাদের নির্বাচনে আসতে কোন বাধা নেই।
বুধবার নীলফামারীর জলঢাকা উপজেলা শহরের জিরো পয়েন্টে এক পথসভায় তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার সাজা হয়েছে, বিএনপি’র সাজা হয়নি উল্লেখ করে ইনু বলেন, তারা সহায়ক সরকারের অধীনে নির্বাচনের প্রস্তাব দিয়ে চার বছর ধরে রূপরেখা দিতে পারেনি। এখন বলছে খালেদা জিয়ার মুক্তি না হলে নির্বাচনে আসবে না। এটি নির্বাচন বানচালের অপচেষ্টা, অন্ধকারের সরকার সৃষ্টির পাঁয়তারা।
তিনি বলেন, দেশে জঙ্গীবাদের জায়গা নাই, যুদ্ধাপরাধীদের ছাড় নাই, আগুন সন্ত্রাসীদের ছাড় নাই।’ ‘জঙ্গী আর দুর্নীতি এই দুই অভিশাপের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লড়াই- সংগ্রাম করে যাচ্ছেন।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার সাজা নূতন যুগের সূচনা করেছে। এখন আর কোন দূর্নীতিবাজ রেহাই পাবেন না। এমনকি ঘরকাটা ইঁদুরও রেহাই পাবেন না। সুতরাং ঘরকাটা ইঁদুররা সাবধান !
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার সাজা, সহায়ক সরকার এগুলো মিমাংসিত বিষয়। এগুলো নিয়ে কোন আলোচনার জায়গা নাই। যারা অপরাধী তাদেরকে বাদ দিয়ে সবার জন্য নির্বচনের দরজা খোলা আছে।’
নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাঙ্গা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদি, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজিউর রহমান রাজু, দিনাজপুর জেলা জাসদের সভাপতি লিয়াকত আলী, নীলফামারী জেলা জাসদের সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাবির হোসেন, জলঢাকা উপজেলা জাসদের সাধারণ সম্পাদ হাসিবুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
পথসভা শেষে তিনি বিকেলে লালমনির হাট জেলার হাতিবান্ধা উপজেলায় জনসভায় যোগ দেন।