সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

বিয়ের কার্ড ইংরেজিতে লেখার বিপক্ষে প্রধানমন্ত্রী

| প্রকাশিতঃ ২৪ ফেব্রুয়ারী ২০১৮ | ৫:৫৯ অপরাহ্ন

ঢাকা : বিয়ের কার্ড ইংরেজিতে লেখার বিপক্ষে নিজের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‌”আজ প্রায় প্রত্যেকেই বিয়ের আমন্ত্রণ কার্ড লিখে ইংরেজিতে। যা একটা ব্যাধির মতো হয়ে গেছে।”

প্রধানমন্ত্রী উষ্মা প্রকাশ করে বলেন, ”রক্তে অর্জিত ভাষা বাদ দিয়ে কেন বিয়ের কার্ডও ইংরেজিতে লিখতে হবে, কেনই বা এই প্রবণতা! আমি বুঝি না ইংরেজিতে কার্ড লিখলে মর্যাদা বৃদ্ধির কোনো ব্যাপার আছে কিনা।”

শনিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এই উষ্মা প্রকাশ করেন।

দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আ.লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম, ড. আব্দুর রাজ্জাক, শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাভাষার প্রতি গুরুত্ব ও মনোযোগ না থাকার বিষয়টি উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তৃতায়।

প্রধানমন্ত্রী বলেন, আমরা অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছি। অথচ সেখানে বাংলাভাষার প্রতি গুরুত্ব দেয়া হয় না। যা দুঃখজনক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে বিষয়টি খতিয়ে দেখার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ”ইংরেজি ও অন্যান্য ভাষা শিক্ষার বিরুদ্ধে আমি নই। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই অন্যান্য ভাষা শিখতে হবে। যে যত শিখবে ভালো। কিন্তু যে ভাষার জন্য রক্ত দিয়েছি, সেটার চর্চা হবে না কেন।”

এসময় তিনি জাপানের উদাহরণ টেনে বলেন, ”জাপান তাদের নিজের ভাষাকে গুরুত্ব দিয়ে সারাবিশ্বে সমৃদ্ধ জাতিতে পরিণত হয়েছে।”

প্রধানমন্ত্রী শুধু নির্দিষ্ট দিবস সামনে রেখে নয়, সবসময় নিজের ভাষাকে গুরুত্ব ও মর্যাদা দিতে সবার প্রতি আহ্বান জানান।