চট্টগ্রাম : চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলন শুরু হয়েছে আজ (মঙ্গলবার) সকাল ১০ টা থেকে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন শুরু হওয়া সম্মেলনে প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বিশেষ অতিথি আওয়ামী লীগের মুখপত্র ড. হাছান মাহমুদসহ অতিথিরা উপস্থিত হয়েছেন। সকাল সোয়া ১১টার দিকে সম্মেলন উদ্বোধনও হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সমঝোতার ভিত্তিতে সম্মেলন শেষে আজকেই ঘোষণা হতে পারে সভাপতি, সাধারণ সম্পাদকের নাম। সেক্ষেত্রে সভাপতি পদে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের অনুসারী মিরসরাইয়ের সন্তান তানভীর হোসেন তপুর নাম নিশ্চিত হলেও সাধারণ সম্পাদক পদে নেতৃত্ব নির্বাচনে দ্বিধায় রয়েছেন শীর্ষ নেতৃবৃন্দ। দলীয় সূত্র এবং সরকারের একটি গোয়েন্দা সংস্থা মঙ্গলবার ১১টার দিকে একুশে পত্রিকাকে জানিয়েছে এই তথ্য।
সূত্র মতে, সোমবার দুপুর পর্যন্ত হাটহাজারীর সন্তান পারভেজ তালুকদার সাধারণ সম্পাদক হচ্ছেন তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালামের অনুসারী হিসেবে পরিচিত পারভেজ তালুকদার, ইঞ্জিনিয়ার মোশাররফেরও পছন্দের কর্মী।
কিন্তু সোমবার দুপুরের পর থেকে পারভেজের নাম ছাপিয়ে সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় চলে আসেন ফটিকছড়ির সন্তান দিদারুল আলম বাবলুর নাম।
উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীর আস্থাভাজন দিদার একইসাথে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনেরও পছন্দের। কিন্তু সজ্জন, ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে পরিচিত এম এ সালাম চাইছেন তার অনুসারী হাটহাজারীর সন্তান পারভেজই হোক পরবর্তী সাধারণ সম্পাদক।
এ অবস্থায় সাধারণ সম্পাদক পদের নির্বাচন নিয়ে রীতিমত দ্বিধায় রয়েছেন ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে নিয়োজিত শীর্ষ নেতৃবৃন্দ। এই দ্বিধা আর দোলাচলের মাঝে ছাত্রলীগের নতুন সাধারণ সম্পাদক পারভেজ নাকি দিদার- তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।