একুশে ডেস্ক : এক যৌথ বিবৃতিতে চট্টগ্রামের ১০১ জন চিকিৎসক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ডা. শাহাদাত হোসেনের মুক্তির দাবিতে করেছেন।
শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো নগর বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই যৌথ বিবৃতিতে সাক্ষর করেছেন: ডা. খুরশিদ জামিল চৌধুরী, ডা. একরাম হোসেন, ডা. সাহারা চৌধুরী, ডা. রাকিব উল্লাহ, ডা. মোহাম্মদুল্লাহ চৌধুরী, ডা. উম্মে কুলসুম, ডা. আশরাফুল কবির, ডা. মো. আবদুর রব, ডা. জাবেদ জাহাঙ্গির তুহিন, ডা. বেলায়েত হোসেন ঢালি, ডা. মো. শাহ আলম, ডা. আবুল কালাম, ডা. প্রদীপ চৌধুরী, ডা. ইমরান হোসেন প্রমুখ।
একুশে/এএ