সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

যুবলীগ নেতা বাবরের বাড়িতে গুলি, মামলা

| প্রকাশিতঃ ৫ মার্চ ২০১৮ | ১১:০২ পূর্বাহ্ন

নিজস্বপ্রতিবেদক : নগরীর নন্দনকানন এলাকায় যুবলীগের কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের বাসা লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে বাবরের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রয়াত নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হেলাল আকবর চৌধুরী বাবর কেন্দ্রীয় যুবলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক।

রোববার (৪ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। পরে রাতেই অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা করা হয়েছে।

বিষয়টি একুশে প্রত্রিকাকে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি মো.জসীম উদ্দিন।

ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী সাংবাদিকদের জানান, ‘বাবর ভাই ঢাকায় আছেন। তার স্ত্রী ও পরিবারের সদস্যরা বেড়াতে গিয়েছিলেন বাবর ভাইয়ের সাদা জিপ নিয়ে। ফিরে এসে ডিসি হিলের অদূরে তার বাড়ির সামনে গাড়িটি পার্ক করা ছিল। ড্রাইভারসহ সকলে বাড়ির ভেতরে গিয়েছিলেন রাতের আহার সারতে। এসময় নীল রঙের একটি প্রাইভেট কার দ্রুত গতিতে এসে উপর্যপুরি চার রাউন্ড গুলি করে। তিন রাউন্ড গুলি তার গাড়িতে লাগে। এক রাউন্ড তার বাড়ির দেয়ালে বিদ্ধ হয়।’

এদিকে প্রতক্ষ্যদশীরা জানান, এই ঘটনার পর বাবরের অনুসারী নেতাকর্মীরা বাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। এসময় নন্দনকান জুবলী রোড এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

ওসি মো.জসীম উদ্দিন বলেন, ‘নীল রঙের একটি প্রাইভেট কারে করে এসে গুলি করে বোস ব্রাদার্সের সামনে দিয়ে গাড়ি রাইফেল ক্লাবের দিকে চলে গেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে গিয়ে গাড়িতে দুটি গুলির চিন্হ পাওয়া গেছে। একটি জানালার কাঁচে, অন্যটি গাড়ির বডিতে। ওই এলাকার সিটিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা খতিয়ে দেখছি।’

মামলা এন্ট্রি না হওয়ায় এই মুহূর্তে বাদীর নাম জানানো যাচ্ছেনা বলে জানান ওসি।

একুশে/ এএ