শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাওয়ায় ‘নাখোশ’ ওসি!

প্রকাশিতঃ ৭ মার্চ ২০১৮ | ৪:০৩ অপরাহ্ন

নিজস্বপ্রতিবেদক : হাটহাজারী পৌর ছাত্রদল নেতা মো. সোহেল রানা হত্যাকাণ্ডের ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও জরিতদের সনাক্ত করতে পারেনি হাটহাজারী থানা পুলিশ। এদিকে হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাওয়ায় ‘নাখোশ’ হাটহাজারী মডেল থানার ওসি।

বুধবার (৭মার্চ) সকাল ১১ টার দিকে এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর একুশে পত্রিকাকে বলেন, ‘এখনোতো মামলাই হয় নাই, আগে মামলা হোক তারপর প্রশ্ন করেন।’

পরে বিকেল চারটার দিকে একুশে পত্রিকার পক্ষ থেকে আবারও যোগাযোগ করা হলে বিরক্তি প্রকাশ করে ওসি বলেন, ‘আরে ভাই কি শুরু করলেন? আধ ঘন্টা পরে ফোন দেন।’ পরে মুঠোফোনের যোগাযোগ কেটে দেন।

এ বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজা একুশে পত্রিকাকে বলেন, ‘মামলা হতে হবে কেন? এটাতো পুলিশের নিয়মিত কাজ। আর ৪৮ ঘন্টা পরেও মামলা না হওয়ার কারণ কী? ভাই আমি বিষয়টি দেখছি, ওসিকে ফোন দিচ্ছি।’

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত সোহের রানার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত ৫ মার্চ (সোমবার) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে খুন হন হাটহাজারী পৌর ছাত্রদল নেতা মো. সোহেল রানা (২৫)। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে একটি দাওয়াত থেকে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা ‘পাওয়ার বয়েজ’ নামক একটি সংগঠনের সদস্য তারেক ও তার সহযোগিরা অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীদের একজনের ইটের আঘাতে সোহেল রানার গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

** ‘আধিপত্য বিস্তার’কে কেন্দ্র করে খুন হন ছাত্রদল নেতা সোহেল
একুশে/এএ