গাজীপুর : বিএনপির আন্দোলনের পাঠ চুকে গেছে। তারা আন্দোলন করতে পারবে না। আমি তাদের পরামর্শ দেবো নির্বাচনের প্রস্তুতি নিতে। বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরানোর ইচ্ছা আওয়ামী লীগের নেই। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেন উন্নয়ন কাজের পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন করে বেগম জিয়াকে বের করবে সে আশা আসলে গুড়েবালি। ৯ বছরে যা করতে পারে নাই, তা ৯ মাসে করবে সেটা কেউ মনে করে না।
কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির এখতিয়ার সম্পূর্ণ আদালতের। তার দুর্নীতির প্রমাণ পেয়েই আদালত তাকে সাজা দিয়েছেন। এক্ষেত্রে সরকারের কিছু করার নেই।
একুশে/এএ