সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

বেগম জিয়ার উপর চরম অবিচার হচ্ছে : ডা. শাহাদাত

| প্রকাশিতঃ ১৭ এপ্রিল ২০১৮ | ৫:২৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র সাবেক সাংগঠনিক
সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন,‘বেগম খালেদা জিয়ার উপর চরম অন্যায় অবিচার হচ্ছে।’

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে কোতয়ালী থানার একটি মামলায় হাজিরা শেষে কোর্ট হিল চত্বরে নেতাকর্মীদের উদ্দেশ্য দেয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু এদেশের তিনবারের প্রধানমন্ত্রী নয়, দেশের একজন জনপ্রিয় রাজনীতিবিদ ও ভরসাস্থল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক এবং বারবার দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নেত্রী। তার জামিন নিয়ে নিষ্ঠুর ও অমানবিক আচরণ করছে এই অবৈধ সরকার।’

তিনি আরো বলেন, ‘ন্যায়বিচার আজ ভূলুণ্ঠিত। মানবতা ও মানবিকতা বিবর্জিত। ন্যায়বিচার থেকে দেশের সকল মানুষ বঞ্চিত। প্রতিনিয়ত হাজার হাজার নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতিত হচ্ছে। এই স্বৈরাচার সরকার অতীতের সকল স্বৈরাচারী সরকারকে হার মানিয়েছে।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সহ-সভাপতি এস কে খোদা তোতন, নিয়াজ মোহাম্মদ খান, এডভোকেট মফিজুল হক ভূইয়া, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, গাজী সিরাজ উল্লাহ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম
সাজ্জাদ, সহ আইন বিশেষ সম্পাদক এডভোকেট নেজাম উদ্দিন, বিএনপি নেতা হাজী বাদশা মিয়া, এডভোকেট আবদুল মান্নান, এডভোকেট মাহমুদুল আলম চৌধুরী মারুফ, জিয়াউর রহমান জিয়া প্রমূখ।

একুশে/এএ