সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ভিসির বাসভবনে হামলার মামলা প্রত্যাহারের দাবি কেন?

| প্রকাশিতঃ ১৭ এপ্রিল ২০১৮ | ৭:০৬ অপরাহ্ন

ঢাকা : সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলার ঘটনায় মামলা প্রত্যাহারের দাবি কেন? জনমনে এখন প্রশ্ন দেখা দিয়েছে মামলা প্রত্যাহার দাবিকারিরা কি হামলার সাথে যুক্ত? এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্ট এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত মুজিবনগর দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তরুণ সমাজের প্রতি সম্মান রেখেই মাননীয় প্রধানমন্ত্রী কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছেন। কিন্তু এখন যারা ভিসির বাসভবনে হামলার ঘটনার মামলা প্রত্যাহারের দাবি করছেন তাদের এ দাবিই প্রমাণ করে তারা এ হামলার সাথে যুক্ত থাকতে পারে। জনগণ এটাই মনে করছে।

আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, যারা উপাচার্যের বাসভবনে হামলা করেছে এবং যারা এর পেছন থেকে কল-কাঠি নেড়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদের বিচার নিশ্চত করা হোক। এই আন্দোলনের পেছনে ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র ভেস্তে গেছে বিধায় নানান ধরনের কথাবার্তা ছড়ানো হচ্ছে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল আজাদের সভাপতিত্বে মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালনের জন্য বীর মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বীর বিক্রম এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল আবু ওসমান চৌধুৱীকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পী এমপি, সাবেক প্রধান তথ্য কমিশনার কবি আজিজুর রহমান, ঢাকায় রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আলেকজান্ডার পি. ডেমিন প্রমুখ।

প্রেসবিজ্ঞপ্তি/এটি