ঢাকা: কোটা পদ্ধতি বাতিল না করে তা সংস্কারের দাবি জানিয়েছেন বিএনপির সাবেক নেতা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ।
তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে এলডিপির পক্ষ থেকে বলব, কোটা পদ্ধতি সংস্কারের যে দাবি উঠেছে তা যুক্তিযুক্ত। কোটা সংস্কার করা হোক। ছাত্ররা কোটা সংস্কারের যে দাবি করেছে তা মেনে নিয়ে সংস্কার করা উচিৎ। তবে কোটা বাতিলের সিদ্ধান্ত সরকারের পুনর্বিবেচনা করা দরকার।
মঙ্গলবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
এলডিপি আয়োজিত এই সংবাদ সম্মেলনে অলি আহমেদ আরও বলেন, মেধার বিকাশ না ঘটলে জাতি কখনো উন্নতির পথে এগিয়ে যেতে পারে না। মেধার মূল্যায়ন করতে হবে প্রত্যেকটা জায়গায়। সম্পর্কের কারণে, দলীয় কারণে অযোগ্যরাও ভালো ভালো পদ পায়। আমাদের পক্ষ থেকে দাবি হলো মেধাকে অগ্রাধিকার দিতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানেরা যে মহাসমাবেশের ডাক দিয়েছে তার আগেই সরকারের উচিৎ কোটা পদ্ধতি সংস্কার করা।
রাজনৈতিকভাবে সরকার বিরোধীদের ঘরবন্দি করে রেখেছে এমন অভিযোগ তুলে এই নেতা বলেন, সরকার বিভিন্ন জায়গায় মিটিং করে তাদের পক্ষে ভোট প্রার্থনা করছে। অন্যদিকে আমাদেরকে অডিটোরিয়ামে বন্দি করে রেখেছে। এই সুযোগ সবাইকে সমানভাবে দেওয়া উচিৎ। যে যেখানে মিটিং করতে চায়, তাকে সেখানে মিটিং করতে দেওয়া উচিৎ।
খালেদা জিয়ার মুক্তি ও তার চিকিৎসায় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে আটক রাখা হয়েছে।
বিএনপি-জামায়াত জোটের শরিক দল হিসেবে আগামী নির্বাচনের আসন বন্টন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এলডিপির প্রধান বলেন, এ বিষয়ে কোনো কথা হয়নি।
সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
একুশে/এএ