সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ট্রাক-ট্রেনের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

| প্রকাশিতঃ ২১ জুলাই ২০১৬ | ১১:৫১ পূর্বাহ্ন

Feni-Train-&-Truk-Songorshoঢাকা : ফেনীর ফতেহপুর রেল ক্রসিংয়ে বিকল এক ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন উল্টে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী একটি ট্রাক মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলওয়ে ক্রসিংয়ে এসে বিকল হয়ে পড়লে বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেন ট্রাকটিকে জোরে ধাক্কা দিলে ইঞ্জিন উল্টে যায়। ফলে রেলপথ আটকে চট্টগ্রামের সঙ্গে রাজধানীসহ সারা দেশের ট্রেন চলাচলের পথ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি। ইঞ্জিন সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কত সময় লাগতে পারে, সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না।

ফেনী রেলস্টেশনের উপ-সহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান জানান, উল্টে পড়া ইঞ্জিন উদ্ধারের জন্য চট্টগ্রাম ও লাকসাম জংশন থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তিনি জানান, ঘটনার পর লাকসাম ও কুমিল্লাসহ বিভিন্ন স্টেশনে চট্টগ্রামমুখী আটটি ও ঢাকামুখী দুটি ট্রেন আটকা পড়েছে।

এদিকে উল্টে পড়া ইঞ্জিন রাস্তার অনেকখানি জুড়ে থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলছে ধীর গতিতে। চলছে বিকল্প পথেও।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান জানান, সকাল থেকে কিছু গাড়ি ক্রসিং দিয়ে গেলেও বেশির ভাগই ফেনী শহর হয়ে গ্র্যান্ড ট্র্যাংক রোড দিয়ে যাচ্ছে। উল্টে পড়া ইঞ্জিন প্রধান সড়কে পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।