সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

| প্রকাশিতঃ ২৪ জুলাই ২০১৬ | ৬:২৯ অপরাহ্ন

chittagong courtচট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে ব্যবসায়ীকে হত্যার দায়ে রমজান আলী নামের একব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। অর্থদন্ড অনাদায়ে আরো পাঁচ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। মামলায় আরেক আসামির ১০ বছরের কারাদন্ড এবং অপর দুই আসামি খালাস পেয়েছেন।

রোববার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত জেলা পিপি বি কে বিশ্বাস বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় রমজান আলীকে যাবজ্জীবন করাদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। অপর আসামি ননাইয়্যা ওরফে ডাইল্লাকে ১০ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজান পলাতক থাকলেও ডাইল্লা কারাগারে আছেন। মোহাম্মদ ইউনূস ও নুরুল আলম সওদাগর খালাস পেয়েছেন। এছাড়া নূর হোসেন নামে একজন আসামি বিচার চলাকালে মারা যাওয়ায় তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, কাঠ ব্যবসা নিয়ে বিরোধের জেরে ১৯৯৬ সালে ২২ অক্টোবর ফটিকছড়ি উপজেলার কাঞ্চনপুর তেলিপাড়া এলাকার কাঠ ব্যবসায়ী লোকমানকে গাছ দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়। এরপর হাসপাতালে নেওয়ার পর লোকমানের মৃত্যু হয়। ঘটনার পরদিন তার বাবা পাঁচজনকে আসামি করে ফটিকছড়ি থানায় হত্যা মামলা করেন। ১৯৯৭ সালে ২০ ফেব্রুয়ারি পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।