চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার টেক্সটাইল ময়দার মিল এলাকা থেকে অন্তর শীল (২৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোর ৪টায় ছিনতাই করে পালানোর সময় পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার অন্তর শীলের বাড়ি কক্সবাজার জেলায়। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও নারী নির্যাতনের ৬টি মামলা আছে।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, চলতি বছরের ১২ জানুয়ারি চাঁদাবাজি করতে গিয়ে প্রথমবারের মত গ্রেফতার হয়েছিল অন্তর শীল। গত ৬ মাসে সে তিনবার গ্রেফতার হয়। জামিনে ছাড়া পেয়ে আবারও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে অন্তর শীল। রোববার ভোরে এক ব্যক্তিকে মারধর করে সাইকেল ও টাকা ছিনতাইকালে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।