চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডে অতিরিক্ত পণ্য বোঝাইয়ের দায়ে ৪৭ টি গাড়ির বিরুদ্ধে নিয়মিত মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি আরও ১৬টি ট্রাক ও কাভার্ড ভ্যানের মালিককে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের বড় দারোগার হাট এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া সীতাকুন্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন জানান, অভিযানকালে ৭০টি পণ্যবাহী গাড়ির ওজন পরীক্ষা করা হয়। এ সময় ৬৩টি গাড়ি অনুমোদিত ওজনের তুলনায় ৪ থেকে ১২ টন পর্যন্ত অতিরিক্ত পন্য পরিবহন করেছে। এর মধ্যে ১৬ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিককে ১৬ হাজার টাকা জরিমানা ও ৪৭টি যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।