শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

‌‌’প্রধানমন্ত্রীর নেতৃত্বে সঙ্কট কাটিয়ে উঠেছি, বিশ্বের ১০ নম্বর বন্দরে আসতে চাই’

| প্রকাশিতঃ ১৭ মে ২০১৮ | ১২:২৮ অপরাহ্ন

চট্টগ্রাম : নৌপরিবহনমন্ত্রী মো. শাহজান খান বলেছেন, চট্টগ্রাম বন্দরে জাহাজজট, কননটেইনারজট ও ইক্যুইপমেন্ট-সংকট নিয়ে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব সংকট কেটে উঠেছি। এখন বিশ্বের ১০০ কনটেইনার পোর্টের মধ্যে চট্টগ্রাম ৭১ নম্বরে উন্নীত হয়েছে। আগামীতে ১০ নম্বরের মধ্যে আসতে চাই।

বৃহস্পতিবার (১৭ মে) বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ৫ নম্বর জেটিতে চট্টগ্রাম বন্দরে রেলমাউন্টেন্ড গ্যান্ট্রি ক্রেন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বন্দরের আরও নয়টি ইক্যুইপমেন্ট, রিভারমুরিং জেটি-৩ এবং নিরাপত্তা ভবন উদ্বোধন করেন। বে টার্মিনাল ও পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) ২০২০ সালে অপারেশনে যাবে বলেও এসময় মন্তব্য করেন নৌমন্ত্রী।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজ। উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম, বন্দরের সদস্য (প্রশাসন) মো. জাফর আলম, কমডোর খন্দকার আকতার হোসেন, কমডোর শাহিন রহমান, কামরুল আমিন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তারিকুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম চেম্বার পরিচালক তরফদার মো. রুহুল আমিন, বিকডার সভাপতি নুরুল কাইয়ুম খান, সিঅান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাচ্চু, জুনিয়র চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোরশেদ এলিট, সভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ।

নৌপরিবহনমন্ত্রী বলেন, উন্নয়ন নির্ভর করে রাজনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামো উন্নয়ন ও দেশপ্রেমের ওপর। শেখ হাসিনা এসব বিষয় নিশ্চিত করেছেন। ষড়যন্ত্রকারীরা কোটা আন্দোলনের নামে ছাত্রদের আন্দোলনে নামিয়ে দিলো। ‘আমি রাজাকার’ লিখে ঔদ্ধত্য প্রকাশ আন্দোলন নয়। ২০০৪ সালে ছাত্রশিবির কোটাবিরোধী আন্দোলন শুরু করেছিলেন। কোটা আন্দোলনে নেতৃত্বদানকারীরা সাধারণ ছাত্রদের বিভ্রান্ত করছে। স্বাধীনতাবিরোধীর সন্তানেরা সরকারি চাকরি পাবে না। তাদের দেশপ্রেম নেই।

একুশে/এএইচ/এটি