সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ১৫ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার

| প্রকাশিতঃ ২৫ জুলাই ২০১৬ | ৫:০১ অপরাহ্ন

Yabaচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকা থেকে ১৫ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ নুরুল আলম (৩২) ও মোঃ নুরুন্নবী (২৮)। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। গ্রেফতার দুইজন সম্পর্কে পরস্পরের ভাই।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (চট্টগ্রাম মেট্রো) উপ-পরিচালক আলী আসলাম বলেন, ফটিকছড়ি থেকে ইয়াবা নিয়ে বিক্রির জন্য চট্টগ্রামে আসে দুইজন। গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক ইব্রাহিম খান বাদি হয়ে একটি মামলা করেছেন।