আন্তর্জাতিক ডেস্ক : কিউবার হাভানায় বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক আরোহী নিহত হয়েছেন। জোসি মার্তি আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়।
শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টায় হাভানার প্রধান বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে। এরপরই সেটি বিধ্বস্ত হয় ও বিস্ফোরণ ঘটে। -খবর রয়টার্স ও বিবিসির।
রাষ্ট্রীয় মালিকানাধীন কিউবান ডি অ্যাভিয়াকন এয়ারলাইনের অভ্যন্তরীণ রুটের এই বিমানটি ১০৪ যাত্রী নিয়ে হলজুইন শহরের দিকে দিকে যাচ্ছিল।
দেশটির টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে বিমানবন্দরের কাছ থেকে কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠতে দেখা গেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত মাসে শপথ নেয়া কিউবার প্রেসিডেন্ট মিগুয়ের ডিয়াজ-কানেল ঘটনাস্থলের পথে রওনা দিয়েছেন। তিনি বলেন, সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এটা এক দূর্ভাগ্যজনক বিমান দূর্ঘটনা।
দুর্ঘটনার পরপরই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে, দুর্ঘটনায় পড়া উড়োজাহাজটি ২৬ বছরের পুরনো। প্যানোরমা এয়ারলাইন্সের কাছ থেকে ভাড়া নিয়ে সেটি চালানো হচ্ছিল।
দুর্ঘটনার পরই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা করছেন। বিপুল সংখ্যক পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।
দেশটির সংবাদপত্র গ্রামা জানিয়েছে, ১০৪ যাত্রীর মধ্যে তিনজন বেঁচে গেলেও তাদের অবস্থা আশঙ্কাজনক।
এটি/একুশে