ঢাকা: রাজধানীর কল্যাণপুরের তাজ মঞ্জিলে স্বস্তি এনেছে এক ঘণ্টার অপারেশনে। শনিবার সকাল ৫টা ৫১ মিনিটে স্টর্ম-টোয়েন্টি সিক্স নামে এই অপারেশন শুরু করে। শেষ হয় সকাল ৬টা ৫১ মিনিটে। অভিযানে মোট নয় ‘জঙ্গি’ নিহত হয়।
বিশেষায়িত টিম সোয়াতের নেতৃত্বে অপারেশনে অংশ নেয় পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও গোয়েন্দা পুলিশ। অভিযান পুরোপুরি শেষ হয় সকাল সাতটার একটু আগে।
অভিযান শেষে সকাল ৭টার দিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মারুফ হাসান সাংবাদিকদের জানান, হামলার আগে জঙ্গিরা ‘নারায়ে তাকবির’, ‘আল্লাহু আকবার’ স্লোগান দেয়। এ থেকে বোঝা যাচ্ছে তারা কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলো। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে। ইতোমধ্যে ঘটনাস্থলে ‘ক্রাইম সিন’ সংগ্রহ করতে সিআইডি দল ঘটনাস্থলে গেছে।
পরে ঘটনাস্থলে পরিদর্শনে যান পুলিশ প্রধান এ কে এম শহিদুল হক। এ সময় তিনি বলেন, নিহত জঙ্গিদের পোশাক আসবাব থেকে শুরু করে সবকিছুতেই গুলশানে হামলাকারীদের সঙ্গে মিল রয়েছে। তদন্ত শেষে এ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।
তিনি আরও বলেন, জঙ্গিরা গুলি করতে করতে পালাতে চেষ্টা করেছিলো। তারা পুলিশকে লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেডও ছোড়ে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক থাকায় তাদের কেউ নিহত হয়নি।
এর আগে সোমবার দিবাগত রাত তিনটার দিকে বাড়িটিতে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক জঙ্গি নিহত হয়। আহত হয় এক পুলিশ সদস্য। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রাখে। ভোর ৫টা ৫১ মিনিটে সোয়াতের নেতৃত্বে গড়া অপারেশন স্টর্ম টোয়েন্টি সিক্স শুরু হয়। এক ঘণ্টার অভিযানে নয় জঙ্গিকে হত্যা করা হয়।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্টুরেস্টে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। পরদিন সকালে সেনাবাহিনীর নেতৃত্বে অপারেশন থান্ডার বোল্ট চালিয়ে পাঁচ জঙ্গিকে হত্যা করা হয়।