সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

নতুন ব্রীজ এলাকায় সড়ক অবরোধ, আহত অনেকেই

| প্রকাশিতঃ ৩০ জুলাই ২০১৬ | ১০:২০ পূর্বাহ্ন

13884515_279024955806607_916528376_nচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রীজ এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে। এতে শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সড়ক অবরুদ্ধ থাকে। যানজটের সৃষ্টি হয় নতুন ব্রীজের দুপাশেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাকলিয়া থানার নতুন ব্রীজ এলাকায় সকালে নির্দিষ্ট গন্তব্য না হওয়া সত্বেও যাত্রীদের গাড়িতে তোলার চেষ্টা নিয়ে চালক ও সহকারীদের সঙ্গে যাত্রীদের বাগবিতণ্ডা হয়। এ নিয়ে একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।

পরে স্থানীয় ২০-২৫ যুবক আশপাশের বিভিন্ন বাসের কাউন্টার ও বাসে ভাঙচুর চালায়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার পর সকাল ৯টার পর থেকে লোকাল বাসগুলো গন্তব্যে যাত্রা শুরু করলেও দুরপাল্লার বাস ছাড়েনি। সর্বশেষ সকাল সাড়ে ১০টায়ও কক্সবাজারগামী দুরপাল্লার বাসগুলো নতুন ব্রীজ ছেড়ে যায়নি বলে জানা গেছে।

এ বিষয়ে জানার জন্য বাকলিয়া থানার ওসি আবুল মনসুরকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

বিস্তারিত আসছে…