চট্টগ্রাম: আউটার ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক সংকট নিরসন সহ বিভিন্ন দাবীতে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়–য়াকে কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ইউএসটিসি’র ফার্মেসি বিভাগে ‘পর্যাপ্ত’ শিক্ষক না থাকায় নতুন শিক্ষক নিয়োগের দাবী জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। এর মধ্যে কর্র্তৃপক্ষ ফার্মেসি বিভাগকে মূল এ্যাকাডেমিক ভবন থেকে সরিয়ে টিভি ভবন এলাকায় গড়ে উঠা নতুন ভবনে শিফট করার উদ্যোগ নেয়। কিন্তু শিক্ষার্থীরা সে ভবনে লিফট সমস্যা এবং জায়গা সংকুলান না হওয়ার অভিযোগ তুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও নতুন ভবনের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত শিফট হতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের দ্বন্দ্বে শনিবার এ ঘটনা ঘটে।
খুলশী থানার ওসি নিজাম উদ্দীন বলেন, কয়েকটি দাবী আদায়ে ইউএসটিসি’র ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে। আমরা উভয় পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।