চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছুরিকাঘাতে এক ক্যান্টিন কর্মচারী খুন হয়েছেন। রোববার সকাল ৬টার দিকে হাসপাতালের কর্মচারী ক্যান্টিনে এ ঘটনা ঘটে।
নিহত মোঃ ফরহাদুল ইসলাম (২২) কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি এলাকার বাসিন্দা নূর সালামের ছেলে।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দীন মাহমুদ জানান, ৬ মাস আগে মাসুদ নামে এক কর্মচারীকে চাকরি থেকে বাদ দেয় ক্যান্টিন কর্তৃপক্ষ। ওই ক্যান্টিন পরিচালনার দায়িত্বে আছেন মাসুদের মামা। কিছু দিন আগে ফরহাদের মোবাইল ফোন হারিয়ে যায়। মাসুদ সেটি উদ্ধার করে দেওয়ার পর ৫০০ টাকা দাবি করে। এ নিয়ে রোববার সকালে ক্যান্টিনের কর্মচারী ফরহাদের সঙ্গে মাসুদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে এ হত্যাকান্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় ফরহাদকে হাসপাতালে নেওয়ার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক মাসুদ ঘটনার পরপরই পালিয়ে যায়।