চট্টগ্রাম: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার আলোকে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রতিষ্ঠান গুলো পৃথক পৃথক ভাবে এ কর্মসূচী পালন করে।
চবি:
জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে এমন হুশিয়ারি দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, ১৯৭১ এ বাঙালীরা সাহসিকতার সাথে যেভাবে বিজয় ছিনিয়ে এনেছে, ঠিক সেভাবেই জঙ্গিবাদকে প্রতিহত করা হবে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে জঙ্গিবাদ বিরোধী এক প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন তিনি। এর আগে সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবার রাস্তায় নেমে আসে। এসময় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে জীববিজ্ঞান অনুষদ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা ব্যাপী মানববন্ধন করে চবি পরিবার।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. কামরুল হুদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, ড. সুকান্ত ভট্টাচার্য, প্রফেসর ড. সুলতান আহমেদ, প্রফেসর ড. সেকান্দার চৌধুরী, এ কে এম মাহফুজুল হক খোকন, জোস মোহাম্মদ, ওমর ফারুক, আলমগীর টিপু, ফজলে রাব্বী সুজন প্রমূখ।
চুয়েট:
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জঙ্গিবাদ বিরোধী র্যালি, মানববন্ধন ও সমাবেশ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) পরিবার। এসময় ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়টির হাজারো শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী।
চুয়েটের জঙ্গিবাদ বিরোধী মনিটরিং সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. হযরত আলী, অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ, অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূইয়া, ডা. মীর মুরতজা রেজা খান, মো. জামাল উদ্দীন, সৈয়দ ইমাম বাকের ও মুনতাসির সারোয়ার প্রমুখ।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়:
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরীর প্রবর্তক মোড়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুদ্দিন মুন্নার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন, মো. আবু তাহের, অধ্যাপক অনিল কান্তি ধর, মঈনুল হক, শেখ মুহাম্মদ ইব্রাহিম এবং খুরশিদুর রহমান প্রমুখ।
এছাড়াও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করেছে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।