চট্টগ্রাম : ৪০ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় অবিশ্বাস্য দ্রুততায় জামিন পেয়েছেন মোজাম্মেল নামের এক আসামি। গ্রেফতারের ৭ দিনের মাথায় ওই আসামিকে জামিন দিয়েছেন চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেহ মো. নোমান।
গত রোববার ওই জামিন আদেশের পর এ নিয়ে চট্টগ্রামের আদালত পাড়ায় তোলপাড় শুরু হয়েছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটির অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বলেন, বিগত সময়গুলোতে দেখা গেছে, ১০০-২০০ ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদেরকে জামিনের জন্য হাইকোর্টে যেতে হয়েছে। সেখানে ৪০ হাজার ইয়াবা উদ্ধারের মামলার আসামিকে ম্যাজিস্ট্রেট আদালতের জামিন দেওয়ার বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। জামিন দেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কিনা তা দেখতে- মামলার কাগজপত্রগুলো আমি পর্যালোচনা করছি।
সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন বলেন, জামিন দেওয়া না দেওয়া সম্পূর্ণ বিচারকের এখতিয়ার। আমি যতটুকু জানি, জামিন পাওয়া মোজাম্মেল মামলার মূল আসামী নন। মূল আসামী না হলে জামিন দেয়ার ক্ষেত্রে বিচারক অনেক সময় নমনীয়তা দেখাতে পারেন। মোজাম্মেলের ক্ষেত্রে হয়তো এমনই হয়েছে।
এর আগে গত ২৯ জুলাই বিকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানার রুবি গেইট এলাকা থেকে ৪০ হাজার ইয়াবাসহ নুরুল হুদা নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে গত ১ আগস্ট মোজাম্মেল নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, নুরুল হুদা জানিয়েছিলেন, তার মাদক ব্যবসায় সহযোগী হিসেবে কাজ করেন মোজাম্মেল। এ তথ্যের ভিত্তিতে গত ১ আগস্ট মোজাম্মেলকে গ্রেফতারের পর ২ আগস্ট তাকে আদালতে হাজির করা হয়।
‘এখন শুনছি মোজাম্মেল গত রোববার জামিন পেয়ে গেছেন।’ –বলেন ওসি মোহাম্মদ মহসীন।