সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

অপহৃত দুই ছাত্রীকে উদ্ধার করলো র‌্যাব

| প্রকাশিতঃ ১২ অগাস্ট ২০১৬ | ১২:৫৬ অপরাহ্ন

rabচট্টগ্রাম: ব্রাহ্মণবাড়িয়া থেকে অপহরণ হওয়া দুই স্কুল ছাত্রীকে চট্টগ্রাম নগরী থেকে উদ্ধার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর খুলশী থানার আমবাগান এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গত ২৭ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কুলিকুন্ডা এলাকা থেকে অষ্টম শ্রেণি পড়–য়া দুই ছাত্রী অপহৃত হন। বিষয়টি জানিয়ে ওইদিন স্থানীয় থানায় জিডি করেন এক ছাত্রীর বাবা মোঃ সজিদ মিয়া। পরে দুই ছাত্রী চট্টগ্রামে অবস্থান করছে জানতে পেরে বৃহস্পতিবার র‌্যাব-৭ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাবের একটি দল রাতে আমবাগান এলাকায় অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা দুই ছাত্রীকে রাস্তায় রেখে পালিয়ে যায়। পরে দুই ছাত্রীকে তাদের পরিবারের জিম্মায় দিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ বলেন, উদ্ধারের পর অপহৃত দুই ছাত্রী জানিয়েছে, ২৭ জুলাই স্কুলে যাওয়ার পথে তাদের অজ্ঞান করে মাইক্রোবাসে তুলে চট্টগ্রাম নিয়ে আসা হয়েছিল। ধারণা করছি, পাচারের উদ্দেশ্যে তাদেরকে অপহরণ করা হয়েছিল। অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।