চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও এলাকা থেকে প্রায় সাড়ে ছয় হাজার ইয়াবাসহ মো. কায়ছার (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির কাছে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. কায়ছার (২০) কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলবুনিয়া ইউনিয়নের বাসিন্দা আহম্মদ হোসেনের ছেলে।
চান্দগাঁও থানার ওসি শাহজাহান কবির জানান, কালুরঘাট থেকে সিএনজি অটো রিকশা করে এসে সিঅ্যান্ডবি মোড়ে নেমে পায়ে হেঁটে ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির গেইটের দিকে আসার পথে কায়ছারকে তল্লাশি করা হয়। এসময় তার কাছে থাকা বাজারের ব্যাগের ভেতর ছোট ছোট প্যাকেট করে রাখা ছয় হাজার ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়। কায়ছার ইয়াবাগুলো নিয়ে টেকনাফ থেকে চট্টগ্রামে এসেছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।