সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে চুরি হওয়া গ্যাস সিলিন্ডার উদ্ধার, গ্রেফতার ২

| প্রকাশিতঃ ১৩ অগাস্ট ২০১৬ | ৩:৩২ অপরাহ্ন

13912781_1205825282781877_2815772664668189049_nচট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনভর পরিচালিত অভিযানে ওই দুইজনকে গ্রেফতারের পর চুরি হওয়া ৩৯টি গ্যাস সিলিন্ডারও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার দুইজন হলেন- চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার বাসিন্দা নশা মিয়া (৪৯) ও মোহাম্মদ হোসাইন (৩৫)

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গত ২ আগস্ট বায়েজিদ থানা এলাকার নয়ারহাট পদ্মা ট্রেডিং নামের একটি দোকানের শাটার কেটে ৭৯টি গ্যাস সিলিন্ডার চুরি হয়। এ ঘটনায় দোকান মালিক মামলা করলে শুক্রবার প্রথমে নশা মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কর্ণফুলী থানার ব্রিজঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয় হোসাইনকে।

ওসি বলেন, পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী কর্নফুলী থানাধীন ব্রিজঘাট ও ইছানগর থেকে শুক্রবার দিনগত রাত চারটার সময় ৩৯টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার করার ও বাকি সিলিন্ডারগুলো উদ্ধারের চেষ্টা চলছে।