সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে গ্যারেজের কর্মচারী খুন

| প্রকাশিতঃ ১৪ অগাস্ট ২০১৬ | ৩:০৩ অপরাহ্ন

murderচট্টগ্রাম: চট্টগ্রামের ভ’জপুর থানা এলাকায় রিপন দে (১৭) নামের অটোরিকশা গ্যারেজের এক কর্মচারী খুন হয়েছেন। রোববার সকালে বারমাসিয়া এলাকায় সড়কের ওপর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রিপন দে ওই ভ’জপুর থানার বারমাসিয়া এলাকার গনেশ দের ছেলে। সে স্থানীয় একটি অটোরিকশার গ্যারেজে কাজ করত।

ভ’জপুর থানার ওসি লিয়াকত আলী বলেন, ওই কিশোরের বুকের বাঁ পাশে ছিদ্র রয়েছে। ধারণা করছি, স্ক্রু ড্রাইভার জাতীয় কিছু দিয়ে তাকে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।