
একুশে ডেস্ক: জনগণের আশা-আকাঙ্ক্ষার গুরুত্ব না দিয়ে একতরফা নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘একতরফা নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার গুরুত্ব না দিয়ে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটানো হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের স্থায়ী কমিটির মিটিং আছে, ২০ দলের মিটিং আছে। আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাব।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতৃত্বাধীন শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল ড. অলি আহমদ, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতের কর্মপরিষদ সদস্য এ এস এম আবদুল হালিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ব্যারিস্টার তাসমিয়া প্রধান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরানসহ ২০ দলের শীর্ষ নেতারা।
একুশে/ডেস্ক/এসসি