শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সব ধোঁয়াশা কেটে গেছে: আ’লীগ

প্রকাশিতঃ ৮ নভেম্বর ২০১৮ | ৯:৩৪ অপরাহ্ন

একুশে ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্যদিয়ে নির্বাচন নিয়ে জনগণের যে ধোঁয়াশা ছিল, তা কেটে গেছে বলে মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তফসিল ঘোষণা করেন।

এরপর আওয়ামী লীগের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘এখন জনগণের সব ধোঁয়াশা কেটে যাবে।’

নির্বাচনে সব দল অংশ নেবে বলেও প্রত্যাশা করেন তিনি।

এদিকে, তফসিল ঘোষণা পর ঢাকাসহ সারা দেশে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তফসিল অনুসারে, আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। ১৯ নভেম্বর পর্যন্ত প্রার্থিরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ নভেম্বর। ২৯ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর প্রার্থিদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ নভেম্বর।

একুশে/ডেস্ক/এসসি