
ঢাকা : নতুন করে কোনো সভা-সমাবেশ করার অনুমতি না দিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।
শনিবার (১০ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ নির্বাচন ভবনে তার কার্যালয়ে সাংবাদিকদের এই নির্দেশনার কথা জানান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিবেচনায় রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন নির্দেশনার কথা উল্লেখ করে ইসি সচিব বলেন, দেশে এখন ভোট উৎসব বিরাজমান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট সমাবেশ করেছে। কিন্তু ভবিষ্যতে যেন আর কেউ কোনো সমাবেশ করতে না পারে- সেই নির্দেশনা আইন-শৃঙ্খলা বাহনীকে দেওয়া হয়েছে।
নির্বাচনী আচরণ-বিধির কথা উল্লেখ করে ইসি সচিব বলেন, কেউ যেন আচরণ-বিধি লঙ্ঘন না করে, তা নজরদারি করতে পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের বলা হয়েছে, তারা ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন এবং ব্যবস্থা নেবেন।
গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
একুশে/এসসি