বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

আ’লীগের মনোনয়নপত্র নিয়েছেন ক্রিকেটার মাশরাফি

| প্রকাশিতঃ ১১ নভেম্বর ২০১৮ | ২:১৮ অপরাহ্ন

ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়পত্র সংগ্রহ করেছেন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। তিনি নড়াইল-২ আসনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (১১ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ নভেম্বর এবং ২৯ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

একুশে/এসসি