
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ওমর গণি এমইএস কলেজ ছাত্র সংসদের জিএস আরশেদুল ইসলাম বাচ্চু নওফেলের পক্ষে রোববার (১১ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আরশেদুল আলম বাচ্চু একশে পত্রিকাকে জানান, চট্টলবীর প্রয়াত আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী আজীবন চট্টগ্রামের উন্নয়নে কাজ করে গেছেন। নেননি কোন পদবী কিংবা মন্ত্রীত্ব। তাঁরই (মহিউদ্দিন চৌধুরী)উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নওফেল ভাইয়ের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করি।
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র, কিংবদন্তি আওয়ামী লীগ নেতা প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান। ২০১৬ সালের অক্টোবরে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।
একুশে/এসসি