বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

বিএনপির পার্লামেন্টারি বোর্ডের সভাপতির দায়িত্বে মির্জা ফখরুল

| প্রকাশিতঃ ১২ নভেম্বর ২০১৮ | ১১:২০ পূর্বাহ্ন

ঢাকা : বিএনপির পার্লামেন্টারি বোর্ডের সভাপতির দায়িত্বও দেয়া হয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থাকায় ফখরুল ইসলাম আলমগীরকে এ বোর্ডের দায়িত্ব পালন করবেন বলে দলীয় সুত্র জানিয়েছে। এছাড়া বিএনপির দলীয় প্রতীকে মনোনয়ন ফরম দেয়ার ক্ষেত্রে সই করবেন তিনি। শনিবার স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, দলের স্থায়ী কমিটিই হবে দলের পার্লামেন্টারি বোর্ড। দলের চেয়ারম্যান হবেন পার্লামেন্টারি বোর্ডের সভাপতি। জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করবে এবং এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

চলতি সপ্তাহের যে কোনো দিন বিএনপির পার্লামেন্টারি বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের প্রার্থী মনোনয়ন দেয় এ পার্লামেন্টারি বোর্ড।

এ বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দলের জাতীয় স্থায়ী কমিটিই হবে দলের পার্লামেন্টারি বোর্ড। শিগগিরই পার্লামেন্টারি বোর্ডের বৈঠক হবে।

এদিকে সোমবার (১২ নভেম্বর) সকাল থেকে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে আজ ও কাল মঙ্গলবার দুদিন মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি। মঙ্গল ও বুধবার দুদিন মনোনয়ন ফরম জমা দেয়া যাবে।

৫ হাজার টাকার বিনিময়ে মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীরা দলের মনোনয়ন ফরম কিনতে পারবেন এবং ২৫ হাজার টাকা জামানতসহ ওই ফরম জমা দিতে পারবেন।

একুশে/এসসি