
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কে নির্বাচনের সার্বিক বিষয় অবহিত করতে কারাগারে গেছেন দলটির পাঁচ নেতা। একই সঙ্গে তারা খালেদা জিয়ার জন্য তোলা মনোনয়ন ফরমে সই নিবেন তারা দলীয় সূত্রে এমনটাই জানা গেছে।
সোমবার (১২ নভেম্বর) পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে দুপুর ২টা ৪০ মিনিটে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে অন্য চার নেতা হলেন-স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস, ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।
এদিকে একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মধ্যে সোমবার সকাল থেকেই মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে বিএনপি। এদিন খালেদা জিয়ার পক্ষে তিনটি মনোনয়নপত্র তোলা হয়। ফেনীর এক আসন ও বগুড়ার দুই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এই মনোনয়নপত্র তোলা হয়।
একুশে/আরএইচ