বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

নির্বাচনে অংশ নিচ্ছেন না ড. কামাল

| প্রকাশিতঃ ১২ নভেম্বর ২০১৮ | ৫:০৩ অপরাহ্ন

একুশে ডেস্ক : নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। শারীরিক অসুস্থতার ইঙ্গিত দিয়ে নির্বাচনে অংশ না নেওয়ার কথা বলেন ঐক্যফ্রনএর এই শীর্ষ নেতা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্যাপক ভিত্তিক যে বিরোধী রাজনৈতিক জোট গঠন হয়েছে, তার শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না জানিয়ে গণমাধ্যমকে ড. কামাল বলেন, আমার নির্বাচনে অংশ নেয়া বড় কথা নয়। দেশে ভারসাম্যের নীতি প্রতিষ্ঠা পাক। আমরা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলে আসছি। নির্বাচনে কে হারলো, কে জিতলো সেটা বড় কথা নয়, দেশের মালিক জনগণ, তারা যেন নিজেদের পছন্দ মতো ভোট দিতে পারে সেটাই বড় কথা।

বিএনপি পাঁচবছর আগে নির্বাচন বয়কট করেছিল, সেই বিএনপি আজ কার্যত তার ওপর ভর করেই নির্বাচনে যাচ্ছে।

একুশে/এসসি