চট্টগ্রাম : চট্টগ্রাম-১৬ (বাশখালী) সংসদীয় আসনে মনোনয়ন ফরম কিনলেন আরেক তরুণ। সোমবার (১২ নভেম্বর) তিনি এ মনোনয়ন ফরম কেনেন। তার নাম চট্টগ্রাম-১৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন।
তার নাম এসএম রিয়াজউদ্দীন আহমেদ সুমন। তিনি বর্তমানে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য।
এছাড়া তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সাবেক সভাপতি।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতোকোত্তর পাশ করেছেন।